কলকাতার বিলাসবহুল রিসর্ট
সপ্তাহান্তের দু'টি দিন ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দী থাকতে কারই বা ভালো লাগে। সারা সপ্তাহের সমস্ত ক্লান্তি দূর করতে মন চায় ছুটির দিনগুলিকে একটু অন্যরকমভাবে কাটাতে। তবে সব সময় পুঁটলি-পাটলা গুছিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়াটাও সম্ভব হয়ে ওঠে না, মনে হয় দু'টো দিন শান্তিতে কাছেই কোথাও কাটানো গেলে বেশ ভালো হয়।
বর্তমানে কলকাতার বুকেই গড়ে উঠেছে একাধিক বিলাসবহুল রিসর্ট, যেখানে আপনি চাইলেই সপ্তাহান্তের দু'টি দিন আপনার প্রিয়জনেদের সাথে কিছু কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। আর এই রিসর্টগুলিতে শুধু থাকারই ব্যবস্থা নয়, তার সাথে সাথে এলাহী খাওয়া-দাওয়া থেকে শুরু করে রয়েছে চিলড্রেন্স পার্ক, স্পা, সুইমিং পুল সহ নানান ধরণের ফেসিলিটি।
আর আপনি যদি প্রবাসী হন এবং কলকাতায় ঘুরতে আসার প্ল্যান থাকে, তাহলে একটু অন্যরকম অভিজ্ঞতার জন্য এই ধরণের রিসর্টগুলিকে বেছে নিতে পারেন কলকাতায় থাকার জন্য। আজকে আমার লেখনীতে কলকাতার কয়েকটি বিলাসবহুল রিসর্ট সম্বন্ধে থাকছে বিস্তারিত তথ্য, যা আপনাদের সব মুশকিল আসান করবে।
বৈদিক ভিলেজ স্পা রিসর্ট
কলকাতার বিলাসবহুল রিসর্ট হিসেবে জনপ্রিয়তার শিখরে যে নামটি রয়েছে সেটি হল বৈদিক ভিলেজ। নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে প্রকৃতির কোলে অবস্থিত এই অপূর্ব রিসর্টটি।
গ্রাম বাংলার ঐতিহ্যবহনকারী বিশ্বমানের এই বিলাসবহুল রিসর্টটি প্রাকৃতিক দৃশ্যের অনন্যতার সাথে সম্পূর্ণ মিশে গেছে। এখানে আপনার যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু সবুজ আর সবুজ। পরিযায়ী পাখিদের কিচিরমিচির থেকে শুরু করে নানান রঙের প্রজাপতির মেলা এবং কাঠবিড়ালির খুনসুটি দেখতে দেখতে আপনার সপ্তাহান্তের দুটি দিন বেশ আরামেই কেটে যাবে।
এখানকার খাওয়া-দাওয়ার ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই, আপনার মনের মতো সব ধরণের সুস্বাদু খাবার আপনি এই রিসর্টের কিচেনে অনায়াসেই পেয়ে যাবেন।
এই রিসর্টের নাম থেকেই বোঝা যায় যে এখানে আপনি উপরি পাওনা হিসেবে পাবেন আয়ুর্বেদিক স্পা, যা আপনার সপ্তাহের সমস্ত ক্লান্তি এক নিমেষে দূর করে দেবে। আপনি আপনার পরিবার বা বন্ধু-বান্ধবদের সাথে সুইমিং পুলে কাটাতে পারবেন ঘণ্টার পর ঘণ্টা। এছাড়াও এখানে বনফায়ার, বোটিং, এটিভি রাইড, জোর্বিং ও কায়াকিং-এর সুব্যবস্থাও আছে।
পারিবারিক ছুটি কাটাতে অথবা কর্পোরেট রিট্রিট কিংবা ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য আদর্শ একটি জায়গা এই বৈদিক ভিলেজ।
ঠিকানা: শিখরপুর, পোস্ট অফিস-বাগু, নিউটাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০ ১৩৫
বিস্তারিত তথ্যের জন্য নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
ইবিজা দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা
শহরের কোলাহল থেকে অনেক দূরে এই বিলাসবহুল রিসর্টটি ২০ একর জমি নিয়ে তৈরি হয়েছে। এই রিসর্টটির চারপাশে রয়েছে সবুজের সমারোহ। ইবিজা দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা কলকাতার একটি কান্ট্রি ক্লাব রিসর্ট থেকে একটি ‘কামিং অফ দ্য এজ' রিসর্টে রূপান্তরিত হয়েছে। এখানে মোট ১১০টি শীততাপ নিয়ন্ত্রিত রুমের সাথে সাথে রয়েছে আউটডোর সুইমিং পুল, ফিটনেস সেন্টার, নাইট ক্লাব, কনফারেন্স সেন্টার, কমপ্লিমেন্টারি ওয়াই-ফাই এবং বিনামূল্যে ব্যক্তিগত পাৰ্কিং-এর সুবিধা।
এই রিসর্টটি নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র ২ ঘণ্টার দূরত্বে অবস্থিত এবং এখান থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য পেইড শাটল সার্ভিসও রয়েছে।
এখানে আগত সমস্ত গেস্টদের জন্য বিভিন্ন ধরণের আউটডোর ও ইনডোর অ্যাক্টিভিটির সুব্যবস্থা রয়েছে। এই অ্যাক্টিভিটিগুলির মধ্যে রয়েছে সাইক্লিং, স্কিইং, বডি স্পা ইত্যাদি।
ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ বা কন্টিনেন্টাল যেকোনো ধরণের খাবার আপনি পেয়ে যাবেন এখানকার স্পাইস ও'লাইফ রেস্টুরেন্টে। এছাড়াও এই রিসর্টে সেলফ-বারবিকিউ-এর সমস্ত ধরণের ব্যবস্থা রয়েছে।
তাহলে আর দেরি কিসের, সপ্তাহান্তের দু'টি দিন আপনি আপনার প্রিয়জনেদের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটাতে চলে আসুন ইবিজা দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা-এ।
ঠিকানা: মার্লিন গ্রিন্স, কৃপারামপুর, পুলিশ স্টেশন:বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭৪৩ ৫০৩
বিস্তারিত তথ্যের জন্য নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://www.fernhotels.com/the-fern-ibiza-resort-and-spa-kolkata
পল্লী বাংলা রিসর্ট অ্যান্ড স্পা প্রাইভেট লিমিটেড
দক্ষিণ কলকাতার এই বিলাসবহুল রিসর্টটি ব্যস্ত শহরের মাঝে আপনাকে দেবে এক টুকরো সাজানো গ্রামের অনুভূতি। রুবি জেনারেল হসপিটাল থেকে মাত্র ২.৫ কিলোমিটার দূরে এই রিসর্টটি অবস্থিত।
এই রিসর্টের শীততাপ নিয়ন্ত্রিত কটেজগুলির বারান্দা থেকে চোখে পড়বে লেকের অসাধারণ ভিউ। এছাড়াও এখানে রয়েছে একটি সাজানো বাগান, বিনামূল্যে ব্যক্তিগত পার্কিং-এর ব্যবস্থা এবং একটি শেয়ার্ড লাউঞ্জ। এই রিসর্টের অন্যতম প্রধান আকর্ষণ এখানকার ওয়াটার পার্ক, এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে একটি প্লে গ্রাউন্ড। এখানে গেস্টদের জন্য কারেন্সি এক্সচেঞ্জেরও ব্যবস্থা রয়েছে।
দিনের শুরুতেই আপনি পেয়ে যাবেন আমেরিকান ও এশিয়ান ব্রেকফাস্ট। এছাড়াও এখানকার রেস্টুরেন্টে আমেরিকান খাবার থেকে শুরু করে চাইনিজ ও ইন্ডিয়ান সব ধরণের খাবারই রয়েছে। সম্পূর্ণ ভেজিটেরিয়ান, ভেগান এবং গ্লুটেন ফ্রি খাবারের বিকল্পও আছে এখানে।
আর রিল্যাক্সেশনের জন্য এখানে রয়েছে বডি স্পা-এর সুব্যবস্থা।
নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রায় ২১ কিলোমিটার দূরত্বে এই রিসর্টটি অবস্থিত এবং আপনি এই রিসর্ট থেকেই পেইড এয়ারপোর্ট শাটল সার্ভিস পেয়ে যাবেন।
শান্ত ও স্নিগ্ধ পরিবেশে নিরিবিলিতে কয়েকটি দিন কাটানোর জন্য এই রিসর্টটি আদর্শ একটি জায়গা।
ঠিকানা: ১৯০৮, মাদুরদহ, আনন্দপুর, হুসেনপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০ ১০৭
পাম ভিলেজ রিসর্ট
কলকাতার মনোরম পরিবেশে অবস্থিত সেরা অবকাশকালীন রিসর্টগুলির মধ্যে অন্যতম পাম ভিলেজ রিসর্ট। এই রিসর্টটি শহরের ক্যাকোফোনি থেকে দূরে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজ পরিবেশে অবস্থিত একটি বিলাসবহুল রিসর্ট। নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করলেই আপনি পৌঁছে যাবেন এই রিসর্টটিতে।
এখানে লোকাল এবং ফরেন গেস্টদের আনাগোনা লেগেই থাকে। এই কারণে পাম ভিলেজ একটি বিলাসবহুল রিসর্ট হওয়া সত্ত্বেও তাদের ক্লায়েন্টদের প্রয়োজনীয়তা ও সামর্থ্যের কথা মাথায় রেখে ছয় রকমের আলাদা ধরণের রুমের ব্যবস্থা করেছে। এখানে আপনি সুপার ডিলাক্স রুম, ডিলাক্স রুম, কটেজ (এসি), স্ট্যান্ডার্ড রুম (এসি/ নন এসি), স্যুট এবং এক্সিকিউটিভ রুম এই ছয় ধরণের রুম পেয়ে যাবেন।
কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো আছেই তাছাড়া এখানকার রেস্টুরেন্টে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দসই সমস্ত ধরণের খাবার।
বাচ্চাদের জন্য খেলার জায়গা থেকে শুরু করে বিভিন্ন ধরণের ইনডোর ও আউটডোর গেমস এবং সুইমিং পুল রয়েছে এই রিসর্টটিতে। এর সাথে অন্ধকার ঘনিয়ে এলে বনফায়ারের অসাধারণ অভিজ্ঞতা আপনার উইকএন্ডে কাটানো দু'টো দিনকে চিরস্মরণীয় করে রাখবে।
ঠিকানা: বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার রোড, দক্ষিণ ২৪ পরগনা, ভাষা, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭৪৩ ৫০৩
বিস্তারিত তথ্যের জন্য নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।
https://palmvillage.in/mobile/
অ্যাকুয়াটিকা ব্যাংকোয়েট রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্ক
বিশাল ওয়াটার ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন ও পরিচালিত অ্যাকুয়াটিকা কলকাতা তথা সমগ্র পূর্ব ভারতের বৃহত্তম ওয়াটার থিম পার্ক এবং একটি বিলাসবহুল রিসর্ট ও ব্যাংকোয়েট, যেটি ১৭ একর জমির উপরে তৈরি হয়েছে। বিলাসবহুল রিসর্টের সাথে সাথে লাইভ ইভেন্ট, বিভিন্ন ধরণের ওয়াটার পার্ক রাইডস, জনপ্রিয় কিছু রোলার কোস্টার, সব মিলিয়ে রোমাঞ্চপ্রেমীদের জন্য চূড়ান্ত গন্তব্য এই অ্যাকুয়াটিকা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সাথে সাথে এখানকার রেস্টুরেন্ট এবং ক্যাফেতে দিনের শুরু থেকে শেষ অবধি খাবারের সমস্ত আয়োজন রয়েছে। নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র ২১ মিনিটের দূরত্বে অবস্থিত এই রিসর্টটি।
পরিবারের বড় এবং খুদে সদস্যদের নিয়ে অ্যাকুয়াটিকা ব্যাংকোয়েট রিসর্ট অ্যান্ড ওয়াটার পার্কে অ্যাডভেঞ্চারস একটি দিন কাটাতে তাড়াতাড়ি চলে আসুন।
ঠিকানা: কাউচপুকুর, পোস্ট অফিস-হাটগাছিয়া, টাউনশিপ, রাজারহাটের কাছে, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০ ১৫৬
বিস্তারিত তথ্যের জন্য নিচের লিঙ্কটিতে ক্লিক করুন।

Author
Moumita Sadhukhan
A big foodie and a fun-loving person, love to explore the beauty of nature and want to introduce Indian cultural heritage to the future generation.