২০২২ সালের কলকাতার সেরা দুর্গা পূজা প্যান্ডেল
সারা বছরের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। কাঁসর আর ঢাকের তালে গোটা শহর মেতে উঠেছে এই আনন্দের উৎসবে। দুর্গা পূজা মানেই প্যান্ডেল হপিং আর খাওয়া দাওয়া, তার সাথে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে চুটিয়ে আড্ডা। ছোটবেলা থেকেই নতুন জামা কাপড় পড়ে মা বাবার হাত ধরে বেরিয়ে পড়তাম বিভিন্ন পাড়ার ঠাকুর দেখতে। কলেজ জীবনে মফঃস্বলের গণ্ডি পেরিয়ে প্রথমবার দেখেছিলাম কলকাতার কিছু সেরা দুর্গা পূজা প্যান্ডেল। সেই দিন থেকে এখনও অবধি তার কোনও ব্যতিক্রম হয়নি।
উত্তর থেকে দক্ষিণ সারা শহর জুড়ে প্রতি বছরই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে কলকাতার সেরা পূজা মণ্ডপগুলিতে। বিগত দুই বছর করোনা আবহে মানুষ নিজেকে একটু গুটিয়ে নিলেও, এই বছর সব বাধা অতিক্রম করে বাঙালি নির্দ্বিধায় বেরিয়ে পড়েছে মায়ের দর্শনে।
গতবছর কলকাতার দুর্গা পূজাকে ইউনেস্কোর ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনেস্কোর স্বীকৃতি লাভের পর এই বছর গোটা শহর জুড়ে আরও ধূমধাম করে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। চলুন জেনে নেওয়া যাক এই বছর কলকাতার কোথায় কোন পূজা কি নতুন চমক নিয়ে এসেছে দর্শনার্থীদের জন্য।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কথা বললেই সকলের মনে পড়ে যায় গতবারের বুর্জ খলিফার কথা। দর্শনার্থীদের প্রধান আকর্ষণ ছিল এই পূজা মণ্ডপটি। মানুষের উপচে পড়া ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছিলেন পূজা কমিটির উদ্যোক্তারা। শেষ পর্যন্ত এই মণ্ডপটিতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল।
চলতি বছরে শ্রীভূমির উদ্যোক্তারা সব রকম সাবধানতা অবলম্বন করে সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আবার নিয়ে চলে এসেছে এক নতুন চমক। এই বছর শ্রীভূমির থিম ‘ভ্যাটিকান সিটি'। মহালয়ার দিন থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে এই মণ্ডপটিতে। এই জনপ্রিয় দুর্গা পূজা প্যান্ডেল প্রতিবারের মতোই এবারেও সেরার তালিকায় নিজের এক বিশেষ জায়গা করে নিয়েছে।
বাগবাজার সার্বজনীন
যেখানে থিমের পূজার চাকচিক্যে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব নিজের আদি রূপ হারাতে বসেছে, সেখানে আজও শহর কলকাতার ঐতিহ্যবাহী এই দুর্গা মণ্ডপে আপনি পাবেন সাবেকিয়ানার ছোঁয়া। ১৯১৯ সালে প্রথম বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের সূচনা হয়। এখানে আজও দেবী দুর্গা তাঁর সনাতনী রূপে পূজিত হন। আভিজাত্য বজায় রেখে প্রতি বছরই ডাকের সাজে সেজে ওঠে এখানকার দুর্গা প্রতিমা। বাগবাজারের পূজার বিশেষ আকর্ষণ দশমীর সিঁদুর খেলা। অন্যান্য দিনের মতো দশমীর দিনেও প্রতি বছর শহরের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করতে হাজির হয়ে যান। সারা আকাশ রেঙে ওঠে লাল সিঁদুরের রঙে। সেই দৃশ্য প্রত্যক্ষ করতে চাইলে এই দশমীতে অবশ্যই চলে আসুন বাগবাজার সার্বজনীন পূজা মণ্ডপে।

কুমারটুলি পার্ক
কুমারটুলির মৃৎশিল্পীদের হাতের তৈরি দুর্গা প্রতিমা কলকাতা সহ সারা বিশ্বে পূজিত হয় এবং সেই মৃৎশিল্পীদের নিজস্ব পূজা কলকাতার সেরার সেরা পূজাগুলির মধ্যে অন্যতম। থিম পূজায় এক বিশেষ মাত্রা এনে দিয়েছে কুমারটুলি পার্কের এই পূজা। এই বছর কুমারটুলি পার্ক ৩০তম বর্ষে পদার্পণ করেছে। এইবারে থিম ‘বিশ্ব উষ্ণায়ন'। ভবিষ্যতে গোটা বিশ্ব হয়ত তলিয়ে যেতে পারে জলের গভীরে। সেই জলের গভীরে রহস্যময় দেশে দেবী দুর্গার আরাধনার এক অপরূপ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এই থিমের মাধ্যমে। এখানকার পূজা কমিটির উদ্যোক্তারা এই থিমের মাধ্যমে জনগণকে সচেতন করার একটি উত্তম প্রচেষ্টা করেছেন। অন্যান্য আর পাঁচটা পূজার থেকে কুমারটুলি পার্কের এই দুর্গা পূজা প্যান্ডেল তার অসাধারণ থিমের জন্য সেরা পূজা মণ্ডপের তালিকায় নিজের এক আলাদাই জায়গা করে নিয়েছে।


আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি
স্বর্ণযুগের সমস্ত বিখ্যাত সঙ্গীত শিল্পীদের স্মরণে এই বছর উত্তর কলকাতার আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি তাদের ৮৩তম বর্ষে থিম হিসেবে বেছে নিয়েছে আকাশবাণীকে। ইন্টারনেটের যুগে আমরা ভুলতে বসেছি গ্রামোফোন, রেডিও আর টেপ রেকর্ডারকে। বেতারে মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনী শোনার উন্মাদনা বা পূজায় নতুন গানের ক্যাসেট কেনার জন্য টাকা জমানোর আনন্দ এর কোনটাই এই প্রজন্ম উপলব্ধি করতে পারেনি। তাই নতুন প্রজন্মের কাছে গ্রামোফোন, রেডিও ও টেপ রেকর্ডারের মতো হারিয়ে যাওয়া জিনিসগুলি তুলে ধরার উদ্দেশ্যে এই পূজার মণ্ডপসজ্জায় ব্যবহৃত হয়েছে ভিনাইল, টেপ রেকর্ডারের ক্যাসেট, পুরনো রেডিও ইত্যাদি। মণ্ডপের সামনে রয়েছে বিশালাকৃতি এক গ্রামোফোন এবং দুই দেওয়াল জুড়ে কালজয়ী শিল্পীদের ছবি, যে ছবিগুলি ক্যাসেটের রিল ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই সমস্ত কালজয়ী শিল্পীদের গানের সুরে এই দুর্গা পূজা প্যান্ডেল আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।


টালা প্রত্যয়
উত্তর কলকাতার বিখ্যাত পূজাগুলির মধ্যে এইবারে অন্যতম টালা প্রত্যয়ের দুর্গা পূজা প্যান্ডেল। এই বছর টালা প্রত্যয় ৯৭তম বর্ষে পদার্পণ করেছে এবং এখানকার এইবারের থিম ‘ঋতি, দ্য মোশন'। চলমান এই দুর্গা পূজা প্যান্ডেল দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এছাড়া এখানকার মাতৃ প্রতিমার রূপও সম্পূর্ণ ভিন্ন ধরণের এবং মণ্ডপের আলোকসজ্জাও বেশ নজরকাড়া।


সন্তোষ মিত্র স্কোয়ার
এই বছর কলকাতার দুর্গা পূজাগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আকৰ্ষণ সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের পূজা। এখানকার দুর্গা পূজা এবারে ৮৭তম বর্ষে পদার্পণ করেছে। এই বছর এখানকার পূজার থিম ‘আজাদি কা অমৃত মহোৎসব'। দিল্লীর লালকেল্লাকে অনুকরণ করে তৈরি হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপ। এইবারে শুধু মণ্ডপেই চমক নেই, তার সাথে রয়েছে লাইট এবং সাউন্ড শো। এছাড়াও এখানকার দুর্গা প্রতিমাও অপরূপ সুন্দর সাজে সেজে উঠেছে।
ত্রিধারা সম্মিলনী
মাতৃ গর্ভে যখন প্রাণের সঞ্চার ঘটে সেই মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় জীবন যুদ্ধে জয়ী হওয়ার প্রতিযোগিতার দৌড়। সময় থেমে নেই, থেমে নেই আমরাও। সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য প্রতি নিয়তই আমরা দৌড়ে চলেছি এবং সেই দৌড় চলবে আমাদের জীবনের শেষ দিন অবধি, আর সেই দৌড়কেই এবারে থিম হিসেবে বেছে নিয়েছে দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর পূজা কমিটি উদ্যোক্তারা। ত্রিধারা সম্মিলনীর পূজা এইবার ৭৬তম বর্ষে পদার্পণ করেছে। কাঠ থেকে শুরু করে গাছের ডাল, বিভিন্ন গাড়ির অপ্রয়োজনীয় যন্ত্রাংশ এবং আরও অন্যান্য অব্যবহৃত বাতিল জিনিসপত্র ব্যবহৃত হয়েছে এই পূজাটির মণ্ডপসজ্জায়।
সুরুচি সংঘ
এবার ৬৯তম বর্ষে পদার্পণ করল নিউ আলিপুরের সুরুচি সংঘের পূজা এবং এই বছর এখানকার থিম ‘পৃথিবী আবার শান্ত হবে'। মহালয়ার দিনে এই পূজাটি উদ্বোধন করা হয় এবং সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ জনি কাউকো ও পোগবা। বিভিন্ন আধুনিক টেকনোলজির ব্যবহার করা হয়েছে এই পূজা মণ্ডপটিতে। করোনায় বিধ্বস্ত গোটা পৃথিবীকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই সবার লক্ষ্য, যা এবার সুরুচি সংঘের থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
চেতলা অগ্রণী
দক্ষিণ কলকাতার আরও একটি জনপ্রিয় দুর্গা পূজা হল চেতলা অগ্রণীর দুর্গা পূজা। চেতলা অগ্রণীর পূজা এইবার ৩০তম বর্ষে পদার্পণ করেছে এবং এখানকার এইবারের থিম ‘ষোলো কলা পূর্ণ'। এই পূজা মণ্ডপটি তৈরিতে মূল উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে কলাগাছ। সম্পূর্ণ ভিন্ন ভাবনায় তৈরি এই পরিবেশবান্ধব পূজা মণ্ডপটি দর্শনার্থীদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে।
সেরার তালিকায় উল্লিখিত দুর্গা পূজাগুলি ছাড়াও অগুনতি পূজা মণ্ডপ রয়েছে কলকাতার অলিতে গলিতে, তাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পূজা মণ্ডপের নাম হল- কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, একডালিয়া এভারগ্রিন, বাদামতলা আষাঢ় সংঘ, নাকতলা উদয়ন সংঘ, দেশপ্রিয় পার্ক ইত্যাদি।
কোন মণ্ডপে কিভাবে যাবেন সেটা জানার জন্য নিচে দেওয়া কলকাতার দুর্গা পূজার রোড ম্যাপের লিঙ্কটিতে ক্লিক করুন।
Durga Puja Road Maps | DurgaOnline

Author
Moumita Sadhukhan
A big foodie and a fun-loving person, love to explore the beauty of nature and want to introduce Indian cultural heritage to the future generation.
Pingback: লক্ষ্মী পূজার তাৎপর্য ও আচার অনুষ্ঠান - Kuntala's Travel Blog
Pingback: কলকাতার সেরা বনেদি বাড়ির দুর্গাপূজা - Kuntala's Travel Blog