কলকাতার সেরা পুজোর কেনাকাটার জায়গা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মা আবার আসছে মর্ত্যবাসীদের কাছে। কলকাতা সহ সমগ্র বাংলা তথা ভারতবর্ষ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে মায়ের আগমনের জন্য শুরু হয়ে গেছে তোড়জোড়। দুর্গা পুজোর এই কয়েকটি দিন বাঙালি মেতে ওঠে এক আলাদাই আবেগে। বাঙালির কাছে দুর্গা পুজো মানেই নিজেকে নতুন করে সাজিয়ে তোলা, নিজের এবং পরিবার-পরিজনদের জন্য জমিয়ে শপিং। ষষ্ঠী থেকে দশমী পুজোর এই কয়েকটি দিন কি পোশাকে সাজবে বাঙালি, এখন চলছে তারই প্রস্তুতি পর্ব। জামাকাপড় থেকে শুরু করে জুতো কিংবা জুয়েলারি সব দোকানেই এখন উপচে পড়া ভিড়। তবে পুজোর কেনাকাটার জায়গা নির্বাচন করতে প্রতিবারই আমাদের পড়তে হয় মহা মুশকিলে। গড়িয়াহাট নাকি নিউ মার্কেট, না হাতিবাগান, কোথায় গেলে পাওয়া যাবে মনের মতো জিনিস, তা নিয়ে দেখা দেয় হাজারো সমস্যা। সেই সমস্যার সমাধান করতেই আজকে কলকাতায় পুজোর কেনাকাটার জন্য সেরা দোকানগুলির ঠিকানা নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য।

১) আদি মোহিনী মোহন কাঞ্জিলাল

কলকাতার সেরা পুজোর কেনাকাটার জায়গা প্রসঙ্গে বলতে গেলে যে প্রতিষ্ঠানটি আমার চোখে সবার শীর্ষে স্থান অধিকার করে রয়েছে সেটি হল আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। শাড়ির মান ও ডিজাইনের নিরিখে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এই প্রতিষ্ঠানটিকে। প্রতিদিনের ব্যবহারের শাড়ি থেকে শুরু করে ট্র্যাডিশনাল সিল্ক, বেনারসি, পার্টি ওয়্যার শাড়ি, সালোয়ার স্যুট, ল্যাহেঙ্গা, জুয়েলারি, অ্যাক্সেসারিজ কি না পাওয়া যায় এই একই ছাদের তলায়। তবে শুধু মেয়েদের জামাকাপড়ই নয়, ধুতি, পাঞ্জাবী, শেরওয়ানি থেকে শুরু করে ছেলেদের সব রকমের বাঙালি পোশাকই আপনি পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানটিতে। এছাড়াও বড়দের পাশাপাশি ছোটোদের জামাকাপড়েরও বিপুল সম্ভার রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলালে।

ঠিকানা- ৭৯/২, মহাত্মা গান্ধী রোড, কলেজ রো, কলেজ স্ট্রিট, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০ ০০৯।

২) দ্য কাঁথা স্টোর বাই ফারাহ খান

এইবারের পুজোয় আপনার ওয়ারড্রবে আপনি যদি কাঁথাস্টিচের সেরা কালেকশন রাখতে চান তাহলে দ্য কাঁথা স্টোরে আপনাকে ঢুঁ মারতেই হবে। ২০০৮ সালে ফারাহ খানের হাত ধরে দ্য কাঁথা স্টোরের পথ চলা শুরু। শুধুমাত্র কাঁথাস্টিচের শাড়িই নয়, কাঁথাস্টিচের দোপাট্টা, স্টোল, ব্যাগ ও বিভিন্ন ধরনের জিনিসের বিপুল ও আকর্ষণীয় সম্ভার রয়েছে এই প্রতিষ্ঠানটিতে।

ঠিকানা- ৭, লাউডন স্ট্রিট, ফ্যাব ইন্ডিয়া এক্সপেরিয়েন্স সেন্টারের নিচে, মল্লিক বাজার, পার্কস্ট্রিট, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০ ০১৭। 

৩) মান্যবর এবং মোহে

ঐতিহ্য ও আধুনিকতার সঠিক মেলবন্ধন খুঁজতে গেলে আপনাকে পৌঁছে যেতে হবে মান্যবর এবং  মোহের শোরুমে। ছেলেদের শেরওয়ানি, ইন্দো-ওয়েস্টার্ন আউটফিট, পাঞ্জাবী, কুর্তা-জ্যাকেট থেকে শুরু করে নাগরা জুতো ও বিভিন্ন অ্যাক্সেসারিজের আকর্ষণীয় সম্ভার রয়েছে মান্যবরে। ২০১৫ সাল থেকে মান্যবরের সাথে মোহের পথ চলা শুরু হয়। মোহেতে আপনি পেয়ে যাবেন মেয়েদের জন্য বিভিন্ন দামের ল্যাহেঙ্গা, শাড়ি ও ইন্দো-ওয়েস্টার্ন আউটফিট। বড়দের পাশাপাশি বাচ্চাদের এথনিক এবং ফিউশন ওয়্যারও এখানে পাওয়া যায়। এখনকার জেনারেশনের কাছে কলকাতার সেরা পুজোর কেনাকাটার জায়গা হিসেবে মান্যবর ও মোহের জনপ্রিয়তা তুঙ্গস্পর্শী।

ঠিকানা- কলকাতার রাসবিহারী এভিনিউ, এলগিন রোড, পার্কস্ট্রিট, লিন্ডসে স্ট্রিট, মারকুইস স্ট্রিট, গড়িয়াহাট ও সাউথ সিটি মলে মান্যবর এবং মোহের শোরুম রয়েছে।

৪) নিউ পাঞ্জাবী স্টোর্স

সাধ্যের মধ্যে অসাধারণ মানের হাল ফ্যাশনের ছেলেদের সব ধরনের ট্র্যাডিশনাল আউটফিটের বিপুল সম্ভার মানেই নিউ পাঞ্জাবী স্টোর্স। এই প্রতিষ্ঠানটির নাম থেকেই বুঝতে পারছেন যে এখানকার মূল আকর্ষণের বিষয়বস্তুই হল পাঞ্জাবী। এছাড়াও শেরওয়ানি, কুর্তা, ধুতি, পায়জামা সব কিছুই আপনি পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানটিতে।

ঠিকানা-  ২০৮, রাসবিহারী এভিনিউ, গোলপার্ক, হিন্দুস্থান পার্ক, গড়িয়াহাট, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০ ০২৯।

৫) বিশ্ব বাংলা

বিশ্ব বাংলা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক অভিনব উদ্যোগ। এক কথায় বলতে গেলে এখানে বিশ্ব বাংলার সাথে মিলিত হয়েছে, বাংলার বস্ত্রশিল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের হস্তশিল্প এবং পণ্যদ্রব্যগুলিকে সমগ্র বিশ্বের সামনে তুলে ধরেছে বিশ্ব বাংলা। বাংলার বিখ্যাত তাঁত থেকে শুরু করে বালুচরি, কাঁথাস্টিচ, জামদানী, বেঙ্গল মসলিন, বেগমপুরী, টাঙ্গাইল শাড়ির অতুলনীয় সম্ভার যেমন রয়েছে এখানে তার সাথে সাথে শাল, ছেলেদের জন্য পাঞ্জাবী, শার্ট, টি-শার্ট সবকিছুই আপনি পেয়ে যাবেন বিশ্ব বাংলায়।

ঠিকানা- কলকাতার গড়িয়াহাট, পার্কস্ট্রিট, নিউ টাউন, যশোর রোড এবং কলকাতা এয়ারপোর্টে বিশ্ব বাংলার শাখা রয়েছে।

৬) তন্তুজ

তন্তুজ এমন একটি বস্ত্র প্রতিষ্ঠান যার নাম প্রতিটি বাঙালির কাছেই অতি পরিচিত। কলকাতা সহ সমগ্র পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ জুড়ে এই প্রতিষ্ঠানটির বহু শাখা রয়েছে। দুর্গা পুজোয় নিজেকে হ্যান্ডলুম শাড়িতে সাজাতে চাইলে তন্তুজের কালেকশন কিন্তু একটা নিজের কাছে রাখতেই হবে। এছাড়াও ছেলেদের পাঞ্জাবী, কুর্তা-পায়জামা সহ সব রকম বাঙালি পোশাকই ন্যায্য দামে আপনি পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানটিতে।

ঠিকানা- পার্কস্ট্রিট, শ্যামবাজার, বেলঘরিয়া, বেহালা, বৌবাজার, গড়িয়াহাট সহ কলকাতার বিভিন্ন প্রান্তে তন্তুজের বহু শাখা রয়েছে।

৭) শ্রীনিকেতন

১৯৬৪ সাল থেকে ষাট বছর ধরে বাঙালিকে পুজোর সাজে সাজিয়ে তুলেছে শ্রীনিকেতন। কেনাকাটার আনন্দনিকেতন হল এই শ্রীনিকেতন। কলকাতা সহ গোটা পশ্চিমবাংলা জুড়ে এই প্রতিষ্ঠানটির বহু শাখা রয়েছে। মেয়েদের শাড়ি, সালোয়ার, কুর্তি থেকে শুরু করে ছেলেদের পাঞ্জাবী, শার্ট, প্যান্ট ও বাচ্চাদের যাবতীয় পোশাক আপনি পেয়ে যাবেন এই একই ছাদের তলায়। তাই সেরা পুজোর কেনাকাটার জায়গা মানেই শ্রীনিকেতন।

ঠিকানা- ২/২, হিন্দুস্থান রোড, ডোভার টেরেস, গড়িয়াহাট, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০ ০১৯।

হাইল্যান্ড পার্ক, চক গাড়িয়া, সন্তোষপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০ ০৯৪।

৮) প্রিয় গোপাল বিষয়ী

আভিজাত্য বিকশিত হয় ঐতিহ্যের পরম্পরায়। আর সেই ঐতিহ্যের পরম্পরাকে ১৮৬২ সাল থেকে বজায় রেখে চলেছে প্রিয় গোপাল বিষয়ী। বেনারসী, কোসাসিল্ক, কাঞ্জীভরম, আসাম সিল্ক, মাদুরাই, ইক্কত, পৈঠানী, গাদোয়াল, জামদানী, বোমকাই, তাঁত ইত্যাদি শাড়ির এবং ল্যাহেঙ্গার বিপুল সম্ভার আর ছেলেদের নজরকাড়া পাঞ্জাবীর কালেকশন আপনি পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানটিতে।

ঠিকানা-  কলকাতার বড়বাজারের খেংড়াপট্টি ও এম.জি.রোড এবং গড়িয়াহাটের ট্র্যাঙ্গুলার পার্কের বিপরীতে প্রিয় গোপাল বিষয়ীর শাখা রয়েছে।

৯) ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি

বাড়ি হোক বা বারোয়ারি, পুজোর সাজে ট্রেন্ডি নারী। আর স্বাভাবিক ভাবেই মেয়েদের কাছে পুজোর সাজ মানেই শাড়ি। কোরা সিল্ক থেকে শুরু করে অর্গানজা, তসর, বেগমপুরী, ডুপিওন সিল্ক, গরদ, কাঞ্চিপুরাম, কাঁথা আরও নানান ধরনের ট্র্যাডিশনাল ও হাল ফ্যাশনের ট্রেন্ডি শাড়ির সেরা সম্ভার নিয়ে হাজির হয়েছে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি।

ঠিকানা- কলকাতার রাসবিহারী এভিনিউ, নিউ মার্কেট, গোরা বাজার ও অ্যাক্রোপলিস মলে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সির শাখা রয়েছে।

১০) লেগেসি অফ ভোজরাজ

এই পুজোয় নিজেকে আধুনিকা করে তুলতে চাইলে আপনাকে পৌঁছে যেতে হবে লেগেসি অফ ভোজরাজে। ট্র্যাডিশনাল এবং কনটেম্পোরারি শাড়ি, স্যুট ও ব্রাইডাল ওয়্যারের বিপুল সম্ভার রয়েছে এই প্রতিষ্ঠানটিতে।

ঠিকানা- ১৪১বি, রাসবিহারী এভিনিউ, গড়িয়াহাট, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০ ০২৯। 

১১) ট্রেডার্স এসেমব্লী

ট্রেডার্স এসেমব্লী গড়িয়াহাটের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় বস্ত্র প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনি পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের ট্র্যাডিশনাল শাড়ি।

ঠিকানা- ১৬১বি, রাসবিহারী এভিনিউ, ডোভার টেরেস, গড়িয়াহাট, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০ ০১৯।

১২) দ্য রেমন্ড শপ

অনেকেই আছেন যারা রেডিমেড জামাকাপড় পরতে খুব একটা বেশি পছন্দ করেন না। তাদের জন্য দ্য রেমন্ড শপ একেবারে আদর্শ একটি দোকান। এই প্রতিষ্ঠানটিতে ছেলেদের স্যুট, প্যান্ট, শার্ট, কুর্তা ইত্যাদি সব রকমের ফ্যাব্রিক কালেকশন রয়েছে। এছাড়াও এখানে রেডি টু ওয়্যার কালেকশনও আপনি পেয়ে যাবেন।

ঠিকানা- কলকাতার বাঙুর, পার্কস্ট্রিট, ট্র্যাঙ্গুলার পার্ক, সাউথ সিটি মল, সিটি সেন্টার ১ ও ২, মেট্রোপলিস মল, গড়িয়াহাট, পোদ্দার কোর্ট, লিন্ডসে স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, বেহালা, নিউ আলিপুর, শ্যামবাজার, সোনারপুর ও বারুইপুরে রেমন্ডের স্টোরগুলি অবস্থিত।

১৩) কেয়া শেঠ এক্সক্লুসিভ

কলকাতার সেরা পুজোর কেনাকাটার জায়গা হিসেবে কেয়া শেঠ এক্সক্লুসিভের জনপ্রিয়তাও কিন্তু কিছু কম নয়। অ্যারোমা থেরাপিস্ট কেয়া শেঠের হাত ধরে পথ চলা শুরু এই প্রতিষ্ঠানটির।

ওম্যান আউটফিটের এক নয়া নাম কেয়া শেঠ এক্সক্লুসিভ। বিভিন্ন ধরনের শাড়ি থেকে শুরু করে ল্যাহেঙ্গা, ইন্দো-ওয়েস্টার্ন, গাউন, পার্স, জুয়েলারির বিপুল সম্ভার রয়েছে এই প্রতিষ্ঠানটিতে। এছাড়াও ছেলেদের জন্য এখানে আপনি পেয়ে যাবেন কুর্তা, পায়জামা, পাঞ্জাবী, ডিজাইনার ধুতি ইত্যাদি।

ঠিকানা- ১১৬ এ, শ্যামা প্রসাদ মুখার্জী রোড, অনামী সংঘ, কালীঘাট, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০ ০২৬।

১৪)  বাটা, মোচি, স্কেচার্স, উডল্যান্ড

কলকাতার সেরা পুজোর কেনাকাটার জায়গা সম্বন্ধে বলতে গেলে সেরা জুতোর দোকানের কথা না বললে কেমন করে চলে। দুর্গা পুজোর কেনাকাটা মানেই নতুন জামাকাপড়ের সাথে নতুন জুতো মাস্ট। তবে নতুন জুতো আর প্যান্ডেল হপিং-এর সম্পর্কটা ঠিক কি রকম সেটা আমরা সকলেই জানি। তাই ফ্যাশন এবং কমফোর্টের মেলবন্ধন রয়েছে যে সমস্ত জুতোর দোকানগুলিতে তারমধ্যে কয়েকটি বিখ্যাত দোকানের খোঁজ নিয়ে আজ আমি চলে এসেছি। কলকাতার শপিং মলগুলিতে এবং অন্যান্য বহু জায়গায় বাটা, মোচি, স্কেচার্স এবং উডল্যান্ডের শোরুম রয়েছে। এখানে আপনি অসাধারণ মানের রেগুলার ওয়্যার থেকে শুরু করে অফিস ওয়্যার ও হাল ফ্যাশনের সমস্ত ধরনের জুতো পেয়ে যাবেন। এছাড়াও এখানে লেদারের বেল্ট, ব্যাগ ও আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের আকর্ষণীয় কালেকশন রয়েছে।

Author

Moumita Sadhukhan

A big foodie and a fun-loving person, love to explore the beauty of nature and want to introduce Indian cultural heritage to the future generation. 

2 thoughts on “কলকাতার সেরা পুজোর কেনাকাটার জায়গা

Please share your valuable comments and feedback

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: