কিভাবে দীপাবলির সময় আপনার ঘর সাজাবেন

শারদীয় দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই বাঙালি মেতে উঠেছে কালী পূজার প্রস্তুতিতে। পাড়ায় পাড়ায় চলছে কালী পূজার প্যান্ডেল তৈরির প্রস্তুতি, কুমোরটুলিতে এখন সারি দিয়ে তৈরি হচ্ছে কালী প্রতিমা, বাড়ির বাচ্চারা বড়দের হাত ধরে নিয়ে যাচ্ছে আতশবাজির দোকানে, বাড়ির ছাদে সারি দিয়ে রোদ পোহাচ্ছে বিভিন্ন ধরণের আতশবাজি। ঘরে ঘরে বাড়ির মেয়ে বউরা তাদের হেঁসেলে তৈরি করছেন নানান ধরণের মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন সুস্বাদু খাবার।

পশ্চিমবাংলার মতো ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও এই উৎসব ধূমধাম করে পালিত হয়। যদিও অন্যান্য রাজ্যে এই উৎসব দীপাবলি নামেই পরিচিত। অবাঙালিরা সাধারণত দীপাবলির দিনে লক্ষ্মী ও গণেশের পূজা করে থাকেন। অঞ্চলভেদে নিয়ম-কানুন ও আচার-অনুষ্ঠানের পার্থক্য থাকলেও দীপাবলির সময় প্রতিটা মানুষ নিজের বাড়িকে খুবই সুন্দর করে সাজিয়ে তোলে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই দীপাবলিতে কি ভাবে বিভিন্ন ঘর সাজানোর জিনিস দিয়ে আপনি আপনার ঘরকে নিজের মনের মতো করে সাজিয়ে তুলতে পারেন।

মাটির প্রদীপ

কালী পূজা বা দীপাবলিকে আলোর উৎসব বলা হয়। গোটা শহর এই সময় সেজে ওঠে আলোয়, যে দিকেই চোখ যায় দেখা যায় শুধু ঝলমলে আলো। আর দীপাবলিতে আলো মানেই প্রথমে যে জিনিসটার কথা মাথায় আসে সেটি হল মাটির প্রদীপ। অতি প্রাচীনকাল থেকেই দীপাবলির সময় প্রতিটি ঘরে ঘরে মাটির প্রদীপ জ্বালানোর রীতি চলে আসছে।

আগে যদিও বাজারে খুবই সাধারণ পোড়ামাটির প্রদীপ পাওয়ায় যেত, কিন্তু এখন বিভিন্ন কারুকার্য করা রংবেরঙের প্রদীপ আপনি সহজেই পেয়ে যাবেন বিভিন্ন দোকানে। দীপাবলির সময় এই ধরণের সুন্দর কারুকার্য করা প্রদীপগুলি আপনার বাড়ির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তোলে। ঐতিহ্য বজায় রেখে এই বছর দীপাবলিতে আপনিও আপনার বাড়িকে প্রদীপের আলোয় সাজিয়ে তুলুন।

মোমবাতি

ঘর সাজানোর জিনিসের তালিকায় মাটির প্রদীপের পরেই নিজের স্থান করে নিয়েছে মোমবাতি। মোমবাতি বলতে সাধারণত সাদামাটা সলতে যুক্ত বাতির কথাই আমাদের মাথায় আসে। তবে বর্তমানে বাজারে নানান রঙের ও আকারের মোমবাতি পাওয়া যায়। এছাড়া ফ্লোটিং মোম দিয়েও আপনি সাজিয়ে ফেলতে পারেন আপনার ড্রয়িংরুম। যদি মোমবাতির থেকে প্রদীপ আপনার বেশি পছন্দের হয়, অথচ সলতে ও তেলের ঝামেলা এড়াতে চান তাহলে তারও সমাধান আছে। মাটির প্রদীপের মধ্যে টিলাইট মোম দিয়ে তা জ্বালিয়ে অতি সহজেই সাজিয়ে নিতে পারেন আপনার গোটা বাড়ি।

কাগজের লণ্ঠন

কাগজের লণ্ঠন দিয়েও আপনি সাজিয়ে ফেলতে পারেন আপনার বাড়ির অন্দরমহল। রংবেরঙের লণ্ঠন দিয়ে আপনার ঘর সাজালে ঘরের সৌন্দর্য হাজার গুণে বেড়ে যাবে। দীপাবলির সময় বাজারে এই ধরণের কাগজের লণ্ঠন আপনি অতি সহজেই পেয়ে যাবেন। আর যদি নিজের হাতে এই লণ্ঠন তৈরি করতে চান তাহলে ইউটিউবে আপনি এর অজস্র ভিডিও পেয়ে যাবেন।

বৈদ্যুতিক টুনি লাইট

বিংশ শতাব্দীতে মানুষের কর্ম ব্যস্ততার কারণে কোথাও যেন হারিয়ে যাচ্ছে আমাদের সমস্ত ঐতিহ্য। এই আলোর উৎসবের দিনেও কিছু কিছু বাড়ি থেকে যায় অন্ধকারের জগতে। তাই যাদের সময়ের খুবই অভাব তাদের জন্য রয়েছে বৈদ্যুতিক টুনি লাইট। বর্তমানে সাধারণ রংবেরঙের গোলাকৃতি টুনি লাইট থেকে শুরু করে প্রদীপ কিংবা মোমবাতির মতো দেখতে টুনি লাইট আপনি পেয়ে যাবেন বিভিন্ন দোকানে। সদর দরজা থেকে শুরু করে চিলেকোঠা সহ সম্পূর্ণ ছাদ জুড়ে এই টুনি লাইট দিয়ে আপনি সাজিয়ে নিতে পারেন আপনার সম্পূর্ণ বাড়ি।

গাঁদা ফুলের মালা

আলোর পর্ব ছেড়ে এবার আসা যাক কিছু অন্য ধরণের ঘর সাজানোর জিনিসের কথায়। হিন্দু শাস্ত্র মতে গাঁদা ফুলকে পবিত্র এবং শুভ বলে মনে করা হয়। হিন্দুদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসবের সময় গাঁদা ফুল দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হয়।

দীপাবলির সময় আপনি বাজারে অতি সহজেই পেয়ে যাবেন এই ফুল। বিভিন্ন রঙের গাঁদা ফুলের মালা বাজারে কিনতে পাওয়া যায়। তবে আপনি চাইলে দোকান থেকে শুধু ফুল কিনে এনেও বাড়িতেই সেই ফুল দিয়ে বানিয়ে ফেলতে পারেন মালা। 

বাড়ির সদর দরজা থেকে শুরু করে অন্দরমহলের প্রতিটি ঘরের দরজা ও জানলা আপনি সাজিয়ে ফেলতে পারেন এই গাঁদা ফুলের মালা দিয়ে।

রঙ্গোলী

লক্ষ্মী পূজার সময় যেমন বিভিন্ন নকশা করে আলপনা দেওয়া হয় ঠিক সেই রকমই দীপাবলির সময় বাড়ির উঠানে বা তুলসী মঞ্চের সামনে অথবা ঠাকুর ঘরের মেঝেতে রঙ্গোলী বানানো হয়। চলুন জেনে নেওয়া যাক রঙ্গোলী বানাবার অতি সহজ কয়েকটি পদ্ধতি সম্বন্ধে। 

ফুলের রঙ্গোলী 

বিভিন্ন রঙের ফুলের পাপড়ি ব্যবহার করে আপনি অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন একটি সুন্দর রঙ্গোলী। প্রথমে চক বা পেনসিল ব্যবহার করে মেঝেতে একটি নকশা তৈরি করে সেই নকশাটিকে ফুলের পাপড়ি দিয়ে ভরাট করে নিন। তারপর রঙ্গোলীর মাঝখানে একটি সুন্দর কারুকার্য করা জ্বলন্ত প্রদীপ রেখে দিন। ফুলের সুবাস এবং প্রদীপের আলো আপনার বানানো রঙ্গোলীকে এক আলাদাই মাত্রা এনে দেবে।

প্রদীপ দিয়ে রঙ্গোলী

বিভিন্ন রঙের নকশা করা মাটির প্রদীপ দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন খুব সুন্দর একটি রঙ্গোলী। স্বস্তিকা চিহ্ন অথবা প্রদীপ বা অন্য যেকোনো নকশা এঁকে সেই নকশায় সারিবদ্ধ ভাবে প্রদীপগুলি সাজিয়ে জ্বালালে আপনার ঘরের মধ্যে এক অপরূপ সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হবে।

চাল দিয়ে রঙ্গোলী

আপনার পছন্দ মতো রং নিয়ে সেই রঙের মধ্যে চাল ডুবিয়ে চালগুলিকে বিভিন্ন রঙে রাঙিয়ে দিন। তারপর সুন্দর করে একটি নকশা এঁকে রঙিন চাল দিয়ে ভরাট করে বানিয়ে ফেলতে হবে রঙ্গোলী। এছাড়া আপনি চালের গুঁড়োর সাথে শুকনো রং মিশিয়েও একই ভাবে বানিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো রঙ্গোলী। এর চারপাশে জ্বলন্ত প্রদীপ রাখলে তা আপনার বানানো রঙ্গোলীর সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেবে।

জল রং দিয়ে রঙ্গোলী

জল রং ব্যবহার করে তুলির সাহায্যে অতি সহজেই আপনি বানিয়ে ফেলতে পারবেন আপনার পছন্দসই সুন্দর একটি রঙ্গোলী। জল রং দিয়ে রঙ্গোলী বানালে সেটি ঘেঁটে যাওয়ার কোন সম্ভাবনা থাকে না।

হাতে তৈরি ঘর সাজানোর জিনিস

আপনি নিজের হাতে বিভিন্ন ধরণের জিনিস তৈরি করে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আপনার ঘর। রঙিন কাগজ, কার্ডবোর্ড, থার্মোকল ইত্যাদি ব্যবহার করে তৈরি করতে পারেন অনেক সুন্দর সুন্দর জিনিস। যেমন রঙিন কাগজের মধ্যে অনেকগুলি প্রদীপ এঁকে সেগুলিকে কাঁচি দিয়ে কেটে নিয়ে তারপর একটি সুতোর মধ্যে সেলোটেপের সাহায্যে আটকে ঘরের দেওয়াল অথবা দরজা ও জানলার মধ্যে ঝুলিয়ে দিতে পারেন। আবার থার্মোকলের উপর ‘শুভ দীপাবলি' লিখে অক্ষরগুলি ছুরি দিয়ে কেটে নিয়ে সেইগুলির মধ্যে আঠা লাগিয়ে তার উপর রঙিন অভ্র ছড়িয়ে দিয়ে রং করে ঘরের দেওয়ালের মধ্যে বোথ সাইড টেপ দিয়ে লাগিয়ে দিতে পারেন। এছাড়াও আরও অসংখ্য উপায় আছে বাড়ির বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস দিয়ে নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলার। আপনার ভিতরের শিল্পসত্ত্বাকে জাগিয়ে তুলুন এবং এই দীপাবলিতে এই রকমই হাতে তৈরি জিনিস দিয়ে সাজিয়ে ফেলুন আপনার বাড়ি। এই দীপাবলিতে আপনার স্বপ্নের বাড়িকে এই সমস্ত ঘর সাজানোর জিনিসগুলি দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলুন।

Author

Moumita Sadhukhan

A big foodie and a fun-loving person, love to explore the beauty of nature and want to introduce Indian cultural heritage to the future generation. 

Please share your valuable comments and feedback

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: